নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১৮ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার থানা পয়েন্ট ও রাজানগর বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে বিভিন্ন দোকানের মূল্য তালিকা,মেয়াদোত্তীর্ণ পণ্য, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য নির্দেশণা প্রদান করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপের জন্য ৪ টি প্রতিষ্ঠানকে ২৭০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করে দিরাই থানা পুলিশের একটি টিম।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া ।