নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ১৭অক্টোবর রাজধানীর মিরপুর থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য “স্কীন ক্রিম” বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান তিনটি যথাক্রমে, হ্যাপিনেস শপ, দোকান: ১৪৬-১৪৮, মিরপুর শপিং সেন্টার, মিরপুর-১, ঢাকা-কে টাকা ২৫,০০০ (পঁচিশ হাজার), টাকা, সাজিদ কসমেটিকস, দোকান নাম্বার -১৪৯, মিরপুর শপিং সেন্টার, মিরপুর-১, ঢাকা-কে টাকা ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা এবং শাইন এন্ড গ্লো, দোকান: ১৩১, মিরপুর শপিং সেন্টার, মিরপুর-১, ঢাকা-কে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা সহ সর্বমোট ৭৫,০০০ (পচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা মোঃ ইবাদত হোসেন মানিক, ফিল্ড অফিসার (সিএম) এবং আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন।