কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী সজিব মল্লিক (২৩), পিতা-হরিদাশ মল্লিক, সাং-বলটী, থানা-রূপসা, জেলা-খুলনা এবং মোঃ মিন্টু শেখ(৪৪), পিতা-মোঃ জাফর শেখ, সাং-ভাটখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-সোনাডাঙ্গা আবাসিক ৩য় ফেজ শাহারা স্মরণী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *