বিজিবি’র অভিযানে ঝিনাইদাহ যাদবপুর থেকে ৩.৭২০ কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার সহ ১ জন পাচারকারী আটক

Uncategorized আইন ও আদালত

ঝিনাইদহ (মহেশপুর) প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ঝিনাইদহের যাদবপুর সীমান্ত থেকে ২,৬৩,৯৪,৫৮৫ (দুই কোটি তেষট্টি লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত পঁচাশি) টাকা মূল্যের ৩.৭২০ কেজি ওজনের ৩২টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

যানা গেছে, শনিবার ২২ অক্টোবর, সকালে বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ যাদবপুর বিওপির টহলদল সীমান্ত পিলার- ৪৭/৩-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর থানার বড়বাড়ী গ্রামের বি.কে. নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে পশ্চিম দিকে রাস্তার পার্শ্বে চোরাচালানী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল উল্লেখিত এলাকা থেকে ৩.৭২০ কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল ও নগদ ৭,৪০০ টাকা সহ একজন স্বর্ণ পাচারকারী মোঃ ইমাম হুসাইন (৩৩), পিতা- মোঃ আব্দুল খালেক, গ্রাম+পোষ্ট+ থানা- চৌগাছা, জেলা-যশোরকে আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২,৬৩,৯৪,৫৮৫ (দুই কোটি তেষট্টি লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত পঁচাশি) টাকা।

আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করতঃ তাকে থানায় সোপর্দ করা এবং তদন্ত কর্মকর্তার সমন্বয়ে স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *