নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ২২,অক্টোবর,গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে গোপালগঞ্জ শহরের বড়বাজারে পরিচালিত অভিযানে, চিনির নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করার অসাধু উদ্দেশ্যে প্যাকেট কেটে খোলা অবস্থায় বিক্রি করার অপরাধে মেসার্স অশোক স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া আরেকটি মুদি দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ১০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে চিনির কৃতিম সংকট কলছে কিনা তার তদারকি করা হয়।
এছাড়া ডিম ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর অভিযান করা হয়।
উক্ত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন, গোপালগঞ্জ সদর থানার পুলিশের সদস্যবৃন্দ এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।