!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে বৃহস্পতিবার ২০ অক্টোবর ৬ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ২ টি দপ্তরে অভিযান পরিচালনা করা সহ ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!
নিজস্ব প্রতিবেদক ঃ জালিয়াত চক্রের বিরুদ্ধে কাস্টমস কর্মকর্তার পাসওয়ার্ড ব্যবহার করে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে প্রবেশ করে জাল চালান সহ বিভিন্ন প্রতিবেদন তৈরি পূর্বক সরকারি কাস্টমস ডিউটি ফাকি সংক্রান্ত অভিযোগের বিষয়ে গত বৃহস্পতিবার ২০ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয় ও প্রধান কার্যালয় হতে দুটি পৃথক টিম অভিযান পরিচালনা করেছে।
টিম দুইটি যথাক্রমে চট্টগ্রাম কাস্টমস হাউজ ও কমলাপুরস্থল (আইসিডি) কাস্টমস হাউজে তাদের কার্যক্রম পরিচালনা করে। সাম্প্রতিক সময়ে গার্মেন্টস পণ্য ঘোষণা দিয়ে মদ আমদানি সংক্রান্ত অভিযোগে এ ধরনের জালিয়াতির বিষয়টি প্রকাশিত হয়।
ঘটনার সাথে সম্পর্কযুক্ত কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সি এন্ড এফ এজেন্ট, আমদানিকারক ও ব্যাংক কর্মকর্তাদের কোন অশুভ চক্র জালিয়াতির সাথে জড়িত থাকতে পারে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে। এমতাবস্থায়, এ বিষয়ে বিভিন্ন সংস্থা কর্তৃক পরিচালিত অনুসন্ধান/ তদন্তের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্যারালাল অনুসন্ধান বা অন্য প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থার সুপারিশসহ টিম কমিশনে প্রতিবেদন দাখিল করবে ।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।