নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার ২৪ অক্টোবর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ময়মনসিংহ কর্তৃক ময়মনসিংহ জেলাস্থ নিরাপদ খাদ্য পরিদর্শকগণের সাথে অক্টোবর, মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বিভিন্ন উপজেলা ও পৌরসভায় কর্মরত নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এতে অংশগ্রহণ করেন।
সভাপতি আগামী দিনের গৃহীত কার্যক্রম ও পূর্বের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। উক্ত সভাটি সঞ্চালনা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক এ. কে. এম. শামছুল আলম।
