ঘূর্নিঝড় সিত্রাং যতই রক্ত চক্ষু দেখাক মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা তাতে মোটেও ভীত নয়!

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বঙ্গোপসাগরের কাছে বাংলাদেশের উপকূলীয় এলাকা সুন্দরবন এর নিকটবর্তী মোংলা উপজেলাতে গতকাল সিত্রাং এর তান্ডব চলাকালীন প্রত্যন্ত গ্রাম থেকে একে একে ৮ জন গর্ভবতী মা হাসপাতালে এসে ভর্তি হন।
এর মধ্যে গতকাল ভোর হতে ইলেকট্রিসিটি নাই। চার্জার লাইট, মোবাইল টর্চ আর মোমবাতির আলো দিয়ে কাজ করছে মেডিকেল অফিসার, সিনিয়র ষ্টাফ নার্স, মিডওয়াইভস, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী। লেবার ওয়ার্ডে রোগী রাখার জায়গা নাই। এক্সট্রা বেড দিয়ে রোগী ভর্তি রাখতে হয়েছে। আমাদের টিম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকলের আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে ৭ জন মা’র ডেলিভারি সম্পন্ন হয়।

গতকাল সারারাত অনেক চেষ্টা করেও একজন মার ডেলিভারি করানো যায় নাই। অবশেষে ভোরবেলা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকি ৭ জন মা এবং শিশু সুস্থ আছে, ভালো আছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম গতকাল সারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ডিউটিতে উপস্থিত থেকে এত দারুণ ভাবে সেবা কার্যক্রম চালু রেখেছে যে তাদেরকে ধন্যবাদ জানালেও সেটা খুব কম হয়ে যায়!


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *