ঘূর্ণিঝড় সিত্রাঙ্গ এর কবলে গভীর সাগরে হারিয়ে যাওয়া ২০ বাংলাদেশী জেলেকে উদ্ধার করেছে ইন্ডিয়ান কোস্টগার্ড

Uncategorized অন্যান্য

কুটনৈতিক বিশ্লেষক ঃ ঘূর্ণিঝড় সিত্রাঙ্গ এর কবলে গভীর সাগরে হারিয়ে যাওয়া ২০ বাংলাদেশী জেলেকে উদ্ধার করেছে ইন্ডিয়ান কোস্টগার্ড।
ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ইন্ডিয়ান কোস্টগার্ডের সার্চ এন্ড রেসকিউ অপারেশন চলাকালীন সময়ে বাংলাদেশ ভারত মেরিটাইম বাউন্ডারি থেকে আরো ৯০ নটিক্যাল মাইল গভীর সাগরে ভাসমান অবম্হায় বাংলাদেশী জেলেদের দেখতে পায় ইন্ডিয়ান কোস্টগার্ডের একটি Dornier 228 এমপিএ।

জেলে ট্রলারটি ডুবে যাওয়াই তারা মাঝসাগরে ভাসছিল। এসময় ইন্ডিয়ান কোস্টগার্ডের এমপিএ থেকে তাদের জন্যে লাইফ র‌্যাফ্ট ফেলা হয় যাতে কেউ ডুবে না যায়। পরবর্তী মালয়শিয়ার পোর্ট ক্লাংক থেকে কলকাতা বন্দরে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজকে (Nanta Bhum) ২০ জন বাংলাদেশী জেলের অবস্হান জানিয়ে তাদেরকে উদ্ধার করতে বলা হয় ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ হতে। বাণিজ্যিক জাহাজটি তাদের উদ্ধারের পর অদূরবর্তী ইন্ডিয়ান কোস্টগার্ডের জাহাজ ICG Vijaya তে হস্তান্তর করে। আগামীকাল ইন্ডিয়ান কোস্টগার্ড তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করবে। (সুত্রঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *