সরিষাবাড়ীতে জাতীয় শিক্ষক দিবস পালিত

Uncategorized জাতীয়


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়াম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.টি.এম রুহুল আমিন বেগ এর সঞ্চালনায় সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পৌর মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন। শিক্ষক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন কামরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান,এস এস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন,সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,সরিষাবাড়ী রাণী দিন মনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুর রহমান, রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ,পিংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার নাছির উদ্দিন ও চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের অধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।শিক্ষা ব্যবস্হা জাতীয়করণ করার জন্য সরকারের নিকট বক্তারা জোর দাবী জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *