স্পানিশ কোপা ডেল রের সেমিফাইনালে বার্সার বিপক্ষে হেরে বাদ হয়ে গেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা একটা হাতছাড়া হতে না হতেই আরেকটা হাত ছাড়া হয়ে গেছে সেই বার্সার বিপক্ষে হেরেই। স্পানিশ লা লিগায় বার্সার বিপক্ষে হেরে পয়েন্টের বিশাল ব্যবধান বানিয়ে ফেলেছে রিয়াল যেখান থেকে ফিরে এসে শিরোপা জেতার নজির ইতিহাসে নেই।
দুই শিরোপা থেকে প্রায় নিশ্চিত বিদায়ের পর এবার বাকি আছে নিজেদের আধিপত্য দেখানো চ্যাম্পিয়নস লিগ। এই লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে আজ মাঠে নামবে রিয়াল। প্রতিপক্ষ আয়াক্স।
বার্সার বিপক্ষে হারা টালমাটাল রিয়াল মাদ্রিদ প্রথম লেগে আয়াক্সের মাটিতে জিতেছিল ২-১ ব্যবধানে। সেটাই এখন তাদের ভরসা।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদ পাবেনা দলটির সেরা তারকা এবং মাঠে ও ডিফেন্ডের বস সার্জিও রামোসকে। নিষেদাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না তিনি যা রিয়ালের জন্য বড় রকমের ধাক্কা।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম দ্বিতীয় লেগের এই ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়।
এদিকে আরেক ম্যাচে ইংলিশ দল টটেনহাম মুখোমুখি হবে বুরুশিয়া ডর্টমুন্ডের। প্রথম লেগে টটনেহাম জিতেছিল ৩-০ গোলে। তাই আজকের ম্যাচে অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হবে বুরুশিয়াকে।