পিংকি জাহানারা খুলনা)ঃ
খুলনা মহানগরীর ৪ নং ঘাট সংলগ্ন রেলওয়ে হলে আগামী ১১ ই নভেম্বর, শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘ ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন -২০২২ অনুষ্ঠিত হবে।
প্যানেল ২টি।প্যানেল১ঃ ইসমাইল /বাহার /ফারুক। প্যানেল২ঃ দুলাল/ আনোয়ার। ২টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।কমিটি ৩বছর মেয়াদী।
মংলা, খুলনা ও নোয়াপাড়া এ তিন অঞ্চলের ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন।এবার ভোটারদের সংখ্যা ৩৬২ জন।
সর্বশেষ ২০১৮ সালের ১২ জানুয়ারি নির্বাচন হয়েছিল।করোনার কারণে তা পিছিয়ে যায়। সে সময় ভোটারদের সংখ্যা ছিল ৫১৯ জন। তবে এবার ভোটারদের সংখ্যা কম হওয়ার ব্যাপারে সভাপতি পদপ্রার্থী ইসমাইল হোসেন জানান,এবার ৩৬২ জন ভোটার।তবে কিছু সদস্য অর্থাৎ ২১ জন সদস্য চাঁদা পরিশোধ না হওয়ার কারণে তারা ভোটার হতে পারেননি।৩ মাসের অধিক সময় চাদা বাকি থাকলে ভোটার হতে পারবে না।
তিনি আরো জানান,কমিটির দায়িত্ব শ্রমিকদের স্বার্থ দেখা,মালিকদের কাছ থেকে শ্রম পাওনা আদায় করা,শ্রমিকদের সার্বিক ক্ষেত্রে সহযোগীতা করা।
বর্তমানে কমিটিতে রয়েছেন ইসমাইল/বাহার /ফারুক প্যানেলের সভাপতি ইসমাইল হোসেন,সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, মোঃ নাসির উদ্দীন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম (বাহার), যুগ্ম সম্পাদক মোঃ ফারুক হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান (লালচান),
আইন ও দরকষাকষি সম্পাদক মোঃ আলামিন,
দুলাল / আনোয়ার প্যানেলের সভাপতি মোঃ দুলাল হোসেন,সহ-সভাপতি মাসুম খলিফা,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মোল্লা,যুগ্ম সম্পাদক ওহিদুল ইসলাম, সহসম্পাদক মোঃ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, প্রচার সম্পাদক মোঃ কুদ্দুস ফারাজী,আইন ও দরকষাকষি সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান হাওলাদার, কার্যনির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মোঃ বাচ্চু খান।
