নিজেকে বঙ্গবন্ধুর সাথে তুলনা করলেন ইমরান খান

Uncategorized আন্তর্জাতিক


কুটনৈতিক বিশ্লেষক ঃ পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান নিজেকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করেছেন। দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করছেন।
গত শুক্রবার থেকে দেশটিতে চলছে ইমরান খানের ডাকা বহুল প্রতীক্ষিত লংমার্চ।

লংমার্চের ভাষণে ইমরান বলেন, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান যেভাবে প্রকৃত স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, তিনিও ঠিক সেভাবে লড়াই করছেন। নির্বাচনের পর আওয়ামী লীগকে ক্ষমতার কর্তৃত্ব দেওয়া হয়নি। এর ফলে পাকিস্তানের পূর্বাংশ তথা পূর্ব পাকিস্তান ‘বাংলাদেশ’ নামে স্বাধীন রাষ্ট্র হয়ে যায়।

গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ের পরও সাংবিধানিকভাবে দেশ শাসনের অনুমতি না পাওয়ায় ১৯৭১ সালে পাকিস্তান কীভাবে দু’ভাগ হয়ে যায় তা মনে করিয়ে তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান এবং তার দল ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জিতেছিল।
ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে নামিয়ে দিয়েছিলেন। বর্তমানে নওয়াজ শরিফ ও আসিফ জারদারি একই ভূমিকা পালন করছেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *