নিজস্ব প্রতিবেদক ঃ নির্বাহী ম্যাজিস্ট্রের ও সহকারী কমিশনার (ভূমি), কসবা, ব্রাহ্মণবাড়িয়া, মঈনপুর বিওপি’র বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র বিশেষ টাস্কফোর্স অভিযানে ২৮ কেজি গাঁজা সহ গ্রেফতার ৩ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে গত রবিবার ৩০ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কসবা, ব্রাহ্মণবাড়িয়া সঞ্জীব সরকার, মঈনপুর বিওপি’র বিজিবি সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
উক্ত বিশেষ টাস্কফোর্স অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন সুবিধাপুর এলাকার ‘জনু ভাই পোল্ট্রি হাউজ’ নামক দোকানের সামনে পূর্ব পাশে কসবা টু আখাউড়া রাস্তার উপর আবাউড়াগামী নম্বরবিহীন সি.এন.জি চালিত অটোরিক্সা তল্লাশী করে ২৮ কেজি গাঁজা ১ সি.এন.জি ১ বাটন ফোন সহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ২ জন আসামি পলাতক।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা যথাক্রমে, মোঃ জসিম উদ্দিন (৪০) গ্রেফতার, পিতা- মৃত সিরু মিয়া, মাতা- মোছা- জরিনা বেগম, সাং- কালতা দিঘীর পাড় পূর্ব পাড়া, থানা- কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া, মোঃ কাজল সরকার (৩৯) গ্রেফতার, পিতা- মৃত মকবুল হোসেন, মাতা মোছা: মালেকা খাতুন, সাং- কামালপুর, পো: মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, মোঃ জামাল উদ্দিন (৪০) গ্রেফতার, পিতা- মৃত আলী আহাম্মদ, মাতা- মোছা: আমেনা খাতুন, সাং- কালতা পূর্ব পাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, মো: ছোটন প্রকাশ রাজু মিয়া (২৯) পলাতক, পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- মোছা: মালেকা খাতুন, সাং কামালপুর, পো: মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও মোঃ আবুল কালাম (৪৩) পলাতক, পিতা- মৃত তালেব আলী, মাতা- মৃত কদরের নেছা, সাং- কাউয়ুমপুর পূর্ব পাড়া, পোঃ মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
