৭১ সালে বাংলাদেশের সাথে ন্যায় বিচার হয়নি—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

Uncategorized আন্তর্জাতিক


নিজস্ব প্রতিবেদক ঃ হামলার শিকার হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বললেন ৭১ সালে বাংলাদেশের সাথে ন্যায় বিচার হয়নি।

লংমার্চে সশস্ত্র হামলার শিকার হওয়ার এক দিন পর শুক্রবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।ন্যায়বিচারের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন ইমরান খান। তাঁর দলের সঙ্গে জুলুম হচ্ছে জানিয়ে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন–পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি।

ইমরান খান বলেন, ১৮ বছর বয়সে আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯৭১ সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের ওপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আমার জানা ছিল না, সেখানকার মানুষের ভেতরে কী পরিমাণ ঘৃণা জমেছিল। কেন ঘৃ*ণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে (পশ্চিম পাকিস্তানে) বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *