সিআইডি’র চলমান ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন (বিশেষ) কোর্স- ৩য় ব্যাচ এর ২য় দিনের কার্যক্রম অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ গত শনিবার ১২ নভেম্বর সিআইডি সদর দপ্তর, ঢাকায় ফাইন্যান্সিয়াল ক্রাইম ও মানিলন্ডারিং মামলার তদন্ত কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির লক্ষে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন (বিশেষ) কোর্স- ৩য় ব্যাচের কার্যক্রম শুরু হয়।
উক্ত কোর্সে ৬০ জন তদন্তকারী এবং তদারকি কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
তাদেরকে ৬ টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে ১টি করে এসাইনমেন্ট দেয়া হয়। কোর্সটির উদ্দেশ্য হচ্ছে মানিলন্ডারিং মামলার তদন্ত পরিচালনায় ক্রটি বিচ্যুতি দূরীকরণ ও অপরাধীদের শতভাগ সাজা নিশ্চিত করণ।

গত শনিবার ১২ নভেম্বর প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন এস এম সাজ্জাদ হোসেন উপ-পরিচালক দুদক।

এছাড়াও উপস্থিত ছিলেন তানভীর হায়দার চৌধুরী অতিরিক্ত ডিআইজি, প্রশাসন, এসোসিয়েট প্রফেসর ডঃ খাঁন সরফরাজ আলী, পিএইচডি, এমফিল ট্রেনিং অ্যাডভাইজার সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। কোর্সটি ৫ অর্ধকার্য দিবস ব্যাপী পরিচালিত হবে।

সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিটেকটিভ ট্রেইনিং স্কুল (ডিটিএস) কোর্সটি পারিচালনা করছে এবং কোর্সটির ট্রেনিং অ্যাডভাইজার হিসাবে নিয়োজিত আছেন এসোসিয়েট প্রফেসর ডঃ খাঁন সরফরাজ আলী, পিএইচডি, এমফিল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *