কুমিল্লা প্রতিনিধি ঃ সোমবার ১৪ নভেম্বর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (জামান’স ক্লিনিক) পরিদর্শন করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
উক্ত মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (জামান’স ক্লিনিক) পরিদর্শন কালে সিভিল সার্জন মানসিক ও মাদকাসক্ত রোগীদের সাথে কুশলাদি বিনিময় শেষে মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিবেশ ও রোগীদের চিকিৎসার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এরপর নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
