মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



ওবায়দুল হক খান ঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১৫ নভেম্বর”২২ বিকাল ৩ টায় শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাফিউল করিম নাফা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূঁইয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম সারোয়ার মামুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদুল আলম ডাবলু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয়নপরিষদ সদস্য জহিরুল ইসলাম ইসহাক।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য নির্মল গোস্বামী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা হাই টুনি, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, নজরুল ইসলাম মুন্সী, মোঃ ফয়সাল হোসেন, জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন, ফাতেমা ইসলাম রাহা কাজী, মেহেরুন্নেসা উত্তরা।

সম্মেলনের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জহিরুল হক নিশাত সিকদার। সঞ্চালনা করেন সদস্য সচিব হামিদুল্লাহ খান মুন। সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট সহ হাজার হাজার সংখ্যক নেতা/ কর্মী। শ্রীনগর স্টেডিয়াম কানায় কানায় ভর্তি ছিলো। মানুষের উপচেছ পড়া ভীড়। মনে হয়ে ছিলো সমগ্র শ্রীনগর মানুষের ঢল। সাজ সাজ রব।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *