!! দুদক এনফোর্সমেচন্ট ইউনিট হতে গতকাল বুধবার ৪ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ১ টি দপ্তরে অভিযান পরিচালনা করা সহ ৩ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!
নিজস্ব প্রতিবেদক ঃ নেত্রকোনা জেলার রেলওয়ে স্টেশন এর সহকারী স্টেশন মাস্টার ও অন্যান্যদের বিরুদ্ধে রেলওেয়ে টিকিট অতিরিক্ত মূল্যে কালোবাজারে বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে বুধবার ১৬ নভেম্বর দুদক সজেকা ময়মনসিংহ থেকে ৩ সদস্যের সমন্বয়ে গঠিত একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে টিম ছদ্মবেশে কালোবাজারি টিকেট ক্রয়ের চেষ্টা করে ব্যর্থ হয়।
টিম অতিরিক্ত কোন তথ্য প্রাপ্তির জন্য অভিযোগকারীর সাথে যোগাযোগ করে এবং স্টেশনে অবস্থানরত যাত্রীদের অভিযোগ গ্রহণ করে।
এরপর টিম স্টেশন মাস্টার, বুকিং সহকারীর সাথে কথা বলে এবং তাদের সাথে নিয়ে স্টেশনের দোকানদার সহ কালোবাজারির টিকেট বিক্রির সম্ভব্য স্থান যাচাই করে। তবে স্টেশনে টিকেট প্রাপ্তির ও বিক্রয়ের একটি জনবান্ধব পরিবেশ দেখতে পায় অভিযানকারী টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৩ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।