নিজস্ব প্রতিনিধি ঃ খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে গতকাল সোমবার ২১ নভেম্বর ও মঙ্গলবার ২২ নভেম্বর বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল সোমবার ২১ নভেম্বর নীলফামারী জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে নীলফামারী সদরের মেসার্স উত্তরা মিলস নামক একটি প্রতিষ্ঠানের ওজনযন্ত্র বিএসটিআই এর ভেরিফিকেশন সনদ না থাকায় এবং চাউল, ডাউল পন্যের মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণর তারিখ ও প্রয়োজনীয় তথ্য না থাকায় উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তাৎক্ষনিক ভাবে ১০ হাজার টাকা জরিমানা আদায়ে উক্ত মামলাটি নিষ্পত্তি করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন নীলফামারী ডিসি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার। প্রসিকিউটর ছিলেন মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই এর বিভাগীয় অফিস, রংপুর।
অপরদিকে মঙ্গলবার ২২ নভেম্বর, ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স হামিদ বেকারী এন্ড সুইটস, তাতীপাড়া, সদর, ঠাকুরগাও এর দোকানে বিস্কুট, কেক পন্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের সহ প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় বিএসটিআই এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪/৪১ ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং মেসার্স ইমরান বেকারী এন্ড সুইটস, শহীদ মোহাম্মদ আলী সড়ক, সদর, ঠাকুরগাও এর দোকানে বিভিন্ন প্রকার চকলেট, বাদাম সহ অন্যান্য পণ্যের গায়ে আমদানিকারকের নাম ও ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪/৪১ ধারায় ১০,০০০ টাকা সহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ শামছুজ্জামান আসিফ, জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাও। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগের বিভাগীয় প্রধান উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জনস্বার্থে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় অফিস, রংপুর এর অভিযান অব্যাহত রাখবে এটা একটা চলমান প্রক্রিয়া।