ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৪ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে ‘নিরাপদ খাদ্য বিষয়ক’ জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া আয়োজনে কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার, ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ ফারহান ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, বাঞ্ছারামপুর পৌর মেয়র মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, দরিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপন, তেজখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হক বাবুল, সোনারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন মিয়া, দরিয়া দৌলত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান উজ্জ্বল, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজিউর রহমান, বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বাঞ্ছারামপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ প্রমুখ ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।”

সভাপতি তার বক্তব্যে বলেন, কার্যকর মনিটরিং ও সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। এসময় সকলেই নিরাপদ খাদ্য নিশ্চিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ সেমিনারের অনুষ্ঠান শেষে বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতামূলক নানা দিক তুলে ধরেন। ফুটপাতের খাবার এবং কাগজে পরিবেশকৃত খাবার পরিহারের আহ্বান করেন।

তিনি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য আইন,২০১৩ সম্পর্কে অবগত করেন। নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষার্থীদের খোলা খাবার পরিহার করে যথাযথ ভূমিকা পালন করতে সহযোগিতা চেয়েছেন।

এছাড়াও নিজেদেরকে ক্যামিকেল যুক্ত আনহাইজেনিক খাবার পরিহার করতে পরিবারে সচেতনতা বৃদ্ধিকরণে ভূমিকা রাখার আহ্বান করেন ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *