খাগড়াছড়ি মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১২০ বিঘা জমির ৩৫০০০ টি গাঁজার গাছ উদ্ধার ও ধধংস

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ গত শুক্রবার ২ ডিসেম্বর ও শনিবার ৩ ডিসেম্বর, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানাধীন দুর্গম পাহাড়ী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন কর্তৃক অভিযান পরিচালনার মাধ্যমে ১২০ বিঘা জমিতে চাষকৃত ৩৫০০০ টি গাঁজার গাছ উদ্ধারপূর্বক পুড়িয়ে ধ্বংস করা হয়েছ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি মহালছড়ি জোনের আওতাধীন ধইল্লাপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ১০০ থেকে ১২০ বিঘা গাঁজা ক্ষেত এর সন্ধান পায় মহালছড়ি সেনা জোন। টানা দুইদিনব্যপি অভিযান পরিচালনা করে প্রায় ৩৫০০০ টি গাঁজার গাছ ( উচ্চতা ৫-৬ ফুট) যার থেকে প্রাপ্ত আনুমানিক ৩০০০০ কেজি সম পরিমাণ গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়। ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা সহ ও স্থানীয় থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মাটিরাঙা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *