বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক শীতবস্ত্র বিতরণ

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান বাফওয়া কেন্দ্রীয় পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম সূচনা করেন।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এরই ধারাবাহিকতায় এবছর বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান এর দিক-নির্দেশনায় আরো ব্যাপকভাবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক বৃহস্পতিবার ৮ ডিসেম্বর,শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়।

এ উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র ও শীতার্তদের মাঝে ১১০০ টি কম্বল বিতরণ করা হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক প্রেরিত শীতবস্ত্রসমূহ (কম্বল) পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার ও শমশেরনগরে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

এছাড়াও ছিন্নমূল মানুষের মাঝেও শীতবস্ত্র (কম্বল) বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *