রংপুরে ‘আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস ২০২২’ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস। এ উপলক্ষে গতকাল শুক্রবার ৯ টার সময় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক দূর্ণীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রংপুর জেলা প্রশাসন ও দূর্ণীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর আয়োজনে উক্ত কর্মসূচিতে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ, বেসরকারি সংগঠনের প্রতিনিধিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সাধারণ জনগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস ২০২২’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, দূর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল করিম এবং রংপুর জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান।

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়নে সাধারণ জনগণ, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনসমূহসহ সংশ্লিষ্ট সকলকে সোচ্চার ভূমিকা পালনের আহবান জানান।

সভার শেষাংশে ‘আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *