চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যে বিভাগীয় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন,চট্টগ্রামের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, শুক্রবার ৯ ডিসেম্বর, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয় ।

পতাকা উত্তোলন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি দমন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের পরিচালক মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *