৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের ওরিয়েন্টশন কোর্স, সাংস্কৃতিক সন্ধ্যা, নৈশভোজ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা বিভাগীয় কমিশনারের বাসভবনে গত বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টশন কোর্স মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সপ্তাহব্যাপী ওরিয়েন্টশন কোর্সে নবাগত কর্মকর্তাগণকে সিভিল সার্ভিস সম্পর্কে সম্যক ধারণা প্রদান, বিভাগীয় ও জেলা প্রশাসনর ইতিহাস,ঐতিহ্য,কার্যাবলি সম্পর্কে ধারণা প্রদান,আইন-কানুন,মোবাইল কোর্টের পরিচালনা পদ্ধতি, সুশাসন, শুদ্ধাচার,এপিএ, আরটিআই, ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়াবলী সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

উল্লেখ্য ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডারের ৪৮ জন যোগদানকৃত কর্মকর্তাকে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা প্রশাসনে পদায়ন করা হয়।

এ সময় বিভাগীয় কমিশনারের সহধর্মিণী মিজ শায়লা পারভীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ, ঢাকা জেলার সদ্যবিদায়ী ও সদ্যযোগদানকৃত জেলাপ্রশাসকগণ এবং অত্র কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *