নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বুধবার ১৪ ডিসেম্বর আনুমানিক রাত ২ টার সময় বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা কালে একটি সন্দেহজনক কার্গো ট্রাক তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ৭,৩৮৮ পিস ভারতীয় শাড়ি কাপড় জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫,০৪,৪১,৩২০ (টাকা পাঁচ কোটি চার লক্ষ একচল্লিশ হাজার তিনশত বিশ মাত্র)।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত কার্গো ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
