নিজস্ব প্রতিবেদক ঃ প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষ্যে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে গণভবন জামে মসজিদে বাদ জুমা মোনাজাত করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীরা এ মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব গোলাম মোঃ হাসিবুল আলম এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।
