নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার জেলার আশুলিয়া এবং গাজীপুর জেলার বাসন থানাধীন এলাকা হতে পৃথক দুটি অভিযানে ৮৮ গ্রাম হেরোইন এবং ৯০০ পিস ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, রবিবার ১৮ ডিসেম্বর, র্যাব-৪ এর পৃথক দুইটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এবং গাজীপুর জেলার বাসন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ৮৮ গ্রাম হেরোইন, ৯০০ পিস ইয়াবা, ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড, ২ টি মেমোরীকার্ড এবং নগদ-৮৮০ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীরা যথাক্রমে, মোঃ আমানউল্লাহ (২৬), জেলা-রাজশাহী, মোসাঃ ফেন্সি বেগম (৩৬), জেলা-রাজশাহী এবং সাহিদা আক্তার (২৩), জেলা-কক্সবাজার।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
