নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রামের কুটমবাড়ি রেস্তোরাঁ হাইওয়ে সুইটস এবং শপিং ব্যাগ সুপার শপ কে ৪ লাখ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ২১ ডিসেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে এর নেতৃত্বে চট্টগ্রাম জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে কুটমবাড়ি রেস্তোরাঁ, হাইওয়ে সুইটস” এবং “শপিং ব্যাগ সুপার শপ” সমূহে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় উক্ত রেস্তোরাঁ, বেকারি এবং সুপার শপকে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ১ লাখ টাকা, ২ লাখ টাকা এবং ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা কালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর জেলা কার্যালয়, চট্টগ্রাম এর জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইয়াছিনুল হক চৌধুরী, প্রধান কার্যালয় ও জেলা কার্যালয়ে সাপোর্টিং স্টাফ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *