ডিএসসিএসসি কোর্স সম্পন্ন করলেন তিন পুলিশ কর্মকর্তা

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তা ডিএসসিএসসি কোর্স-২০২২ সম্পন্ন করেছেন। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সঙ্গে এ কোর্স সম্পন্ন ও মর্যাদাপূর্ণ পিএসসি সিম্বল অর্জন করেন।

গত ১৩ ডিসেম্বর ডিএসসিএসসি’র শেখ হাসিনা কমপ্লেক্স অডিটরিয়ামে ডিএসসিএসসি কোর্স-২০২২ এর গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে গ্র্যাজুয়েশন সনদপত্র বিতরণ করেন।

কোর্স সম্পন্নকারী তিন পুলিশ কর্মকর্তা হলেন পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন বিপিএম, পুলিশ সুপার মো. রিয়াজুল কবির ও পুলিশ সুপার মোছাঃ শামিমা আক্তার।

উল্লেখ্য, বাংলাদেশ সেনা বাহিনীর ১৩৩ জন, বাংলাদেশ নৌ বাহিনীর ৪৫ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ২৪ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন এবং বন্ধুপ্রতিম ২১টি দেশের ৪৬ জন অফিসারসহ মোট ২৫১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *