নিজস্ব প্রতিনিধি ঃ গত বুধবার ২৮ ডিসেম্বর মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পৌষের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোহাম্মদ মাহফজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম ও তাঁর সহধর্মিণী পুনাক সভানেত্রী আমিনা রহমান মুন্নি।
এছাড়া জেলা প্রশাসক, সার্কেল অফিসার, ৭টি থানার ওসি, জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখা ও জেলার অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে পুনাক সভানেত্রী বলেন, আবহমান বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব হচ্ছে পিঠা উৎসব।
