নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল ৫ জানুয়ারী, ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ নুর ইসলাম, সংগীয় এসআই( নিঃ) শফি আহমেদ রিয়েল, এএসআই (নিঃ) মোঃ শফিউল ইসলাম, এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পুর্বপাড়া গ্রামস্থ মোঃ বিল্লাল হোসেন (৩৫) পিতা-মোঃ খালেক মস্তান এর বাড়ি থেকে আসামী মোঃ মুনতাজ আলী (৪০), পিতা-মৃত সাবেদ আলী সরদার, সাং-রঘুনাথপুর পুর্বপাড়া, থানা-বেনাপোল পোর্ট জেলা-যশোর কে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩,০০,০০০ টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ নুর ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এজাহার দায়ের করেন।
