পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনির- আসাদ পুনর্নির্বাচিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এ দুজন আগামী এক বছর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে থাকবেন।

বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গত শনিবার রাতে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মনজুর রহমান গত শনিবার রাতে এ তথ্য জানান।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে আইজিপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *