নবাবগঞ্জ এলাকায় বিএসটিআই এর সার্ভিল্যান্স টিম কর্তৃক ২১ টি অবৈধ ইটের ভাটায় অভিযান পরিচালনা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যলয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমেদ, মোঃ জাহিদুর রহমান, সহাকারী পরিচালক (সিএম ), মোঃ মেসবাহ-উল-হাসান , ফিল্ড অফিসার( সিএম) নবাগত ইশতিয়াক আহম্মেদ , ফিল্ড অফিসার( সিএম) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) কর্তৃক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সার্ভিল্যান্স এ ২১ টি অবৈধ ইটের ভাটায় অভিযান পরিচালনা করে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বুধবার ১১ জানুয়ারী বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ইট উৎপাদন, বিক্র‍য় বিতরণ করতে নিষেধ করা হয় এবং জানুয়ারী মাসের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এর প্রক্রিয়া শুরু না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিশেষ সতর্ক করা হয়।

যেসকল ইটের ভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে তার নাম ও ঠিকানা যথাক্রমে, WRS ব্রিকস, রঘুনাথপুর, নবাবগঞ্জ,এম আর এস ব্রিকস, মালারপাড়া, নবাবগঞ্জ, এ বি ব্রিকস, মালারপাড়া, নবাবগঞ্জ, ZB ব্রিকস, হাসারপাড়া, নবাবগঞ্জ, টিএমবি ব্রিকস,রামভদ্রপুর, নবাবগঞ্জ, AOL ব্রিকস, রঘুনাথপুর, নবাবগঞ্জ, এস আরবি ব্রিকস, দাউদপুর, নবাবগঞ্জ, SRB ব্রিকস, হেয়াদপুর, দাউদপুর, নবাবগঞ্জ, এফ টি বি ব্রিকস,দাউদপুর, নবাবগঞ্জ, এম আর টি ব্রিকস,হেয়াতপুর, নবাবগঞ্জ, এ এস এম ব্রিকস,কাচদহ রোড, নবাবগঞ্জ, এম বি ব্রিকস,পূর্ব রামপুর , নবাবগঞ্জ, এম এ বি ব্রিকস,দাউদপুর , নবাবগঞ্জ, রিয়েল ব্রিকস,দোমাইল , নবাবগঞ্জ, হালিম ব্রিকস, দাউদপুর, নবাবগঞ্জ, M-A ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ি, নবাবগঞ্জ, এ এম বি ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ি, নবাবগঞ্জ, আর এ বি ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ি, নবাবগঞ্জ, এম এম বি ব্রিকস, পলিরামদেবপুর, নবাবগঞ্জ, এম এ বি ব্রিকস, পলিরামদেবপুর, নবাবগঞ্জ এবং এম এইস বি ব্রিকস,বামনগড়,নবাবগঞ্জ, দিনাজপুর।

উক্ত অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, সহাকারী পরিচালক (সিএম ), মোঃ মেসবাহ-উল-হাসান , ফিল্ড অফিসার( সিএম) নবাগত ইশতিয়াক আহম্মেদ , ফিল্ড অফিসার( সিএম) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।

বিএসটিআই বিভাগীয় অফিসের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমেদ, মোঃ জাহিদুর রহমান, সহাকারী পরিচালক (সিএম ), মোঃ মেসবাহ-উল-হাসান , ফিল্ড অফিসার( সিএম) নবাগত ইশতিয়াক আহম্মেদ , ফিল্ড অফিসার( সিএম) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটি একটি চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *