পিংকি জাহানারা ঃ গণতন্ত্রের ভীত,, মজবুতকরণ, বিভেদ ও অনৈক্য দূর করে সাম্য, সৌহার্দ্য,, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বৃহত্তর ঐক্য সৃষ্টি করে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্য রবিবার দুপুর ১২ টায় খুলনা মহানগরীর লোহার যশোর রোডস্থ হোটেল জেলিকো কনফারেন্স রুমে জাকের পার্টি খুলনা মহানগর কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ খান (যুবরাজ),, জাতীয় স্থায়ী কমিটি ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনছার আলী,, খুলনা জাকের পার্টির সাংগঠনিক বিভাগের সভাপতি এস এম সাব্বির হোসেন এবং সভাপতিত্ব করেন খুলনা মহানগর ও সদস্য জাতীয় স্থায়ী কমিটির সভাপতি ইদ্রিস আলী বিল্টু প্রমুখ।