মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর ঘটনা স্থল থেকে উদ্ধার। (২৯ জানুয়ারি) রোববার বিকেলে মুসা বিশ্বাস (৩২) এর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়’রা।
সে উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে। লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ইউপি সদস্য শাহ-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ-আলম বলেন,রোববার বিকেল ৪ টার দিকে লোহাগড়া উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদিতে যেখানে মুসা ডুব দিয়ে নিখোঁজ হয়। সেখানেই স্থানীয় লোকজন লাশ ভেসে উঠতে দেখে। পরে ট্রলার নিয়ে তার লাশ উদ্ধার করে। বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ি খবর পেয়ে মরাদেহ তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বলেন,বিকেল ৪ টার দিকে স্থানীয়’রা নিখোঁজ মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে। পরে লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।