পুনাক মুন্সীগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত “ফ্যামিলি ডে” উপলক্ষ্যে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য




নিজস্ব প্রতিনিধি ঃ “আমরা আছি তোমাদের সাথে” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী আমিনা রহমান মুন্নী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব আবু রাফা মোঃ আরিফ ও তার সহধর্মিণী, মুন্সীগঞ্জ পুনাকের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস, মুন্সীগঞ্জ জেলাধীন সকল সার্কেল অফিসার, সকল অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার এর সুযোগ্য কন্যা মাহদিয়া রহমান মারিশা ও মায়িদাহ রহমান মাদিহা।

এছাড়াও সংগীত পরিবেশন করেন সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক ইবনে রাজন, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সংগীত ইন্সট্রাক্টর আনিসুর রহমান ও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির শিশু শিল্পী তাহফিম জুনাইরাহ আনশী, ফারিহা খালদুন ও সায়েকা নাজিফা বাবন।

আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য ছিল আকষর্ণীয় রাফেল ড্র। ২০ (বিশ) জন লাকি কুপন বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *