নিজস্ব প্রতিবেদক : শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে দেশে নির্মিত যুদ্ধ জাহাজ বানৌজা শহীদ আখতার উদ্দীন।
চীনের সহায়তায় খুলনা শিপইয়ার্ড এধরণের ৫টি জাহাজ তৈরী করছে যা পদ্মা ক্লাস এর পেট্রোল ক্রাফট।
সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সহ দেশের বিভিন্ন নদীপথে অভিযান পরিচালনার উদ্দেশ্যে জাহাজ গুলো তৈরী করা হচ্ছে। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)