বিএসটিআই রংপুর ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্টে ১টি বেকারীকে ১২,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি : খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে রবিবার ২৬ ফেব্রুয়ারি,জেলা প্রশাসন, রংপুর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যলয়ের উদ্যোগে রংপুর সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স সুমন বেকারি, উত্তর হাজিরহাট সদর, রংপুর প্রতিষ্ঠানটির পন্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪ ধারায় ১২,০০০ টাকা জরিমানা করে।

উক্ত মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন ফারহান লাবীব জিসান ও জাকিয়া সুলতানা রোজি।

রংপুরের বিএসটিআই এর পক্ষ থেকে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), এর নেতৃত্বে খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও মো হাফিজুর রহমান পরিদর্শক ( মেট্রোলজি) অংশগ্রহণ করেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *