নড়াইলে লক্ষ্মী ভান্ডার,দেবনাথ স্টোর,শচীন স্টোর থেকে অবৈধ পলিথিন জব্দ,জরিমানা আদায়

Uncategorized অপরাধ আইন ও আদালত বানিজ্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের রুপগঞ্জ বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের,যৌথ অভিযানে ২৪৩ কেজি অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধার ও আট হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যামান আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি দোকান থেকে ২৪৩ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং আট হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় রুপগঞ্জ বাজারের শচীন স্টোর থেকে আনুমানিক ৬২ কেজি,দেবনাথ স্টোর থেকে ১৭৫ কেজি এবং মেসার্স লক্ষ্মী ভান্ডার থেকে ছয় কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে শচীন স্টোরের মালিক শচীনকে দুই হাজার,দেবনাথ স্টোরের মালিক মানিক চন্দ্র দেবনাথকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং লক্ষ্মী ভান্ডারের মালিক পলাশ কুন্ডুকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন ব্যাগ পরিবেশ অধিদফতর, নড়াইল জেলা কার্যালয়ের স্টোর রুমে জমা রাখা হয়। পরিবেশ অধিদফতর,নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদি,পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদফতর,নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদি জানান,জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদফতর,নড়াইল জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।এদিকে,নাম পরিচয় জানাতে অনিচ্ছুক একাধীক বাজারের ব্যবসায়ী’রা অভিযান চলাকালীন সময়ে সাংবাদিকদের বলেন,আপনারা সাংবাদিক আপনারা স্যারদের বলেন ওদের ওই সব দোকানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন আরো আছে,অবৈধ নানা ব্রান্ডের সিগারেট আছে,অবৈধ ইন্ডিয়ান মালামাল রয়েছে,কেন এদের স্যার আটক করছেন না,লক্ষ্মী ভান্ডারে কি বিক্রি হয় সেটা নড়াইল বাসি জানে। প্রশাসনের সাথে কিভাবে ম্যানেজ করে এ অবৈধ ব্যবসা করে আসছে দির্ঘদিন ধরে বুঝতে পারছি না,কিছু দিন পর পর দেখি আবার লক্ষ্মী ভান্ডারে কিন্তু কিছু পাই না এটা কেমন কথা,নড়াইল জেলার নকল সিগারেটের একটাই দোকান লক্ষ্মী ভান্ডার,ঘর ভর্তি নকল সিগারেট বলেও জানান।
মো:রফিকুল ইসলাম নড়াইলঃ
মোবাঃ01730895060


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *