বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ

এইমাত্র জাতীয় রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, ধর্মে আমরা নিরপেক্ষ। বঙ্গবন্ধু আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। তার স্বপ্ন ছিল অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাসহ মানবাধিকার নিশ্চিত করা। দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে সকলকে সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে গত ৬ নভেম্বর বিকেলে চট্টগ্রাম মহানগরীর অলংকার মোড়স্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বিভাগীয় পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, বিভাগীয় সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা শেষে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *