নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ : ঘটনাস্থলে বরের বাবার মৃত্যু

Uncategorized অপরাধ


নীলফামারি প্রতিনিধি : নীলফামারীতে বিয়ে বাড়িতে খাবার পরিবেশনের সময় তরকারি কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে বরের বাবার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম নূর মোহাম্মদ; তিনি রংপুর নগরের উত্তর বাওয়াই পাড়া হাজীরহাট এলাকার বাসিন্দা।

শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জেলার জলঢাকা পৌরসভার আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জলঢাকা থানায় হত্যা মামলা হয়েছে। কনের বাবা আনোয়ারুল্লাহ (৬৩) ও প্রতিবেশী বাবুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের আনোয়ারুল্লাহর মেয়ের সঙ্গে নূর মোহাম্মদের ছেলের বিয়ে হয় ১৪ দিন আগে।

শুক্রবার বউভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বরপক্ষের আমন্ত্রিত অতিথির চেয়ে বেশি লোকজন চলে আসেন। এতে খাবার কম পড়ে। প্রথম একদলের খাওয়ার পর দ্বিতীয় দলের খাওয়ার সময় তরকারি কম দেওয়া নিয়ে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বরের বাবা নূর মোহাম্মদ মাটিতে ঢলে পড়েন। তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরপক্ষের আত্মীয় হামিজ উদ্দিন বলেন, রাত ১০টার দিকে তারা বরযাত্রী আসেন। প্রথমে গেট ধরা নিয়ে কথা-কাটাকাটি’র এক পর্যায়ে সেটা পরে এক হাজার ১০০ টাকা দিয়ে মিটমাট হয়। এরপর ৫০ জনের মত লোককে খাওয়াতে বসানো হয়। বরযাত্রীর পাতে মাংস দিতে বললে কনেপক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়েন।

এরপর কনেপক্ষের লোকজন বর ও বরের ভগ্নিপতিকে মারধর করেন। বরের বাবা তাদের রক্ষা করতে এগিয়ে গেলে তাকে পেছন দিক থেকে প্লাস্টিকের চেয়ার দিয়ে মারা হয়। এ অবস্থায় বরের বাবা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির সংবাদমাধ্যম কে জানান , “এ ঘটনায় নিহত নূর মোহাম্মদের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়ের বাবা আনোয়ারুল্লাহসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।”


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *