জগন্নাথপুরে রাস্তার কাজের তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি; থানায় অভিযোগ ও বিএমএসএস’র নিন্দা

Uncategorized অপরাধ



স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের  বড়ফেচি মাজার গেইট হতে মজিদ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাট কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়ায় সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়াকে প্রাণ নাশের হুমকি দিয়েছে বড়ফেচি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম।

হুমকির ঘটনায় শনিবার দৈনিক সিলেট বাণী পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি  ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করেন, আমি দৈনিক সিলেট বাণী পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মী হিসেবে নিয়োজিত রয়েছি। গত ৪ মার্চ রাত অনুমান ০৯. ১৪ ঘটিকার সময় আমি জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্ট অবস্থানকালে  বিবাদী শাহ খায়রুল ইসলামের ব্যবহৃত মোবাইল 01710904905 নাম্বারে ফোন দিয়ে বড়ফেচি মাজার গেইট হতে মজিদ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাট কাজের অগ্রগতি সম্পর্কে বিবাদীর নিকট জানতে চাইলে  বিবাদী শাহ খায়রুল ইসলাম আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করিতে থাকে। এক পর্যায়ে বিবাদী আমাকে বলে যে আমি যদি তাহার  অপকর্মের বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করি, তবে সে তাহার লোকজনের মাধ্যমে আমাকে প্রাণে হত্যা করিবে। বিবাদীর ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।

বিবাদী কর্তৃক যেকোনো সময় আমার জান মালের ক্ষতি সাধন করিতে পারে।

সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম কর্তৃক সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়াকে প্রাণ নাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক বিবৃতে তারা হুমকি দাতাকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *