লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক ৩৫,০০০ টাকা জরিমানা আদায়সহ ৩ টি মামলা দায়ের

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই এর বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন লালমনিরহাট এর উদ্যোগে লালমনিরহাট সদরে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোড়ক সামগ্রীর লাইসেন্স ব্যাতীত ও প্যাকেটে প্রয়োজনীয় তথ্য না দিয়ে এবং নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী রুজি চিড়া ও মুড়ি মিল, ডালপট্রি, সদর, লালমনিরহাট নামক প্রতিষ্ঠান কে ৫,০০০ হাজার টাকা, নিউ চমক হোটেল এন্ড রেস্টুরেন্ট, থানা রোড, সদর, লালমনিরহাটকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ৫,০০০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ হাজার টাকা সহ ১৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয়, পাবনা সুইটস, থানা রোড, লালমনিরহাটকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫,০০০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫,০০০ হাজার টাকা সহ ১০,০০০ হাজার টাকা ও ওজন ও পরিমাপে কম দেয়ার অপরাধে শফিক ফিলিং স্টেশন, কুলাঘাট রোড, সদর, লালমনিরহাট নামক প্রতিষ্ঠান কে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫,০০০ হাজার টাকা সহ সর্বমোট ৩ টি মামলা দায়ের পূর্বক ৩৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস।

প্রকিউকর ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের এধরণের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *