নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১৯ মার্চ, এন্টি টেররিজম ইউনিট হেডকোয়ার্টার কনফারেন্স রুমে এটিইউ এর কর্মকর্তাদের জন্য বিশেষায়িত সিডিএমস,সিডিআর এন্ড আইপিডিআর এনালাইসিস কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সাত কর্মদিবস ব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে এন্টি টেররিজম ইউনিটের এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার বিশজন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম। তিনি এটিইউ কর্মকর্তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী এই কোর্স আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) আবু আশ্রাফ ও পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান।অনুষ্ঠানে কোর্স অবজেক্টিভ উপস্থাপন করেন সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) ওয়াহিদা পারভীন।