নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৩ মার্চ, দুপুর ১ টায় রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর এর সভাকক্ষে “উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর মোঃ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।
এছাড়াও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), রংপুর রেঞ্জ, রংপুর, এস এম রশিদুল হক পিপিএম, জেলা প্রশাসক, রংপুর ড. চিত্রলেখা নাজনীন, উপ-সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ড. মোহাম্মদ মঞ্জুরুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মশালায় উপস্হিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সাবিনা আলম।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরসহ দেশকে সামগ্রিকভাবে উন্নত দেশের তালিকায় উন্নীত করতে যে দিকনির্দেশনা প্রদান করেছেন তা বাস্তবে রূপ দিতে আমাদের উদ্ভাবনী শক্তিকে, অনুসন্ধিৎসু মন ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে, তবেই বাংলাদেশ বিশ্ব নেতৃত্বের কাতারে পৌঁছবে। পুলিশ কমিশনার কর্মশালায় উপস্হিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
