নড়াইলে মুরগী বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা,দোকান ছেড়ে পালিয়েছে মুরগী ব্যবসায়ী’রা

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় মুরগী ও নিত্যপন্যের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংস্থার অভিযানে দোকান ছেড়ে পালিয়েছে ব্যবসায়ী’রা। (২৭ মার্চ) সোমবার দুপুরে রমজান মাস উপলক্ষে নিত্যপন্যের বাজার মরিটরিং এর নিয়মিত অভিযান পরিচালিত হলে মুদি দোকানসহ নিত্যপন্য,মাংস ও ঘি কারখানায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা আদায়। ভোক্তা অধিকার এর ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে কয়েক ক্রেতার কাছ থেকে ২’শ৪৫ টাকা করে মুরগী বিক্রি করচ্ছিল ব্যবসায়ী’রা। এসময় ভোক্তা অধিকার সংস্থার অভিযানের খবর পেয়ে বাজার থেকে মুরগীর ব্যবসায়ী’রা অনেকেই পালিয়ে যায়। পরে উপস্থিত কয়েক ব্যবসায়ীর কাছ থেকে মুরগী বিক্রি’র তালিকা না থাকায় জরিমানা করে ভোক্তা অধিকার। এদিকে,মূল্য তালিকা না থাকায় মুদি দোকানে এবং পরে লোহাগড়া শ্যামল ঘোষ এর ঘি তৈরীর কারখানায় জরিমানা করে সংস্থাটি। এর আগে মাদ্রাসা বাজারের একটি মিষ্টির দোকানসহ একটি মুরগী ব্যবসায়ী’র বেধে দেয়া ২’শ১০ টাকা করে ব্রয়লার বিক্রি হতে দেখা যায়। অভিযানে ১০টি প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। লোহাগড়া বাজারে মুরগীর ব্যবসায়ীদের দাবী,গতকালের যে মুরগী পাইকারী ২’শ ১০ টাকায় কেনা হয়েছে তাই বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার স্থিতিশীল না হলে মূল্য তালিকা টানানো হলে আমাদের ব্যবসায় লোকসান হবে। ভোক্তা অধিকারের জেলা’র উপ পরিচালক প্রনব কুমার প্রামানিক জানান,অধিকাংশ ব্যবসায়ী’রা দোকান ছেড়ে পালিয়ে গেছে,তবে উপস্থিত কয়েক জনকে জরিমানা করা হয়েছে,তবে ভোক্তা অধিকারের অভিযানের ফলে মুরগী’র দাম বেধে দেয়া ২’শ ১০ টাকা মূল্যে বিক্রি হতে শুরু করেছে বলেও জানান,ভোক্তা অধিদপ্তরের উপ পরিচালক প্রনব কুমার প্রামানিক।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *