নিজস্ব প্রতিনিধি ঃ গত মঙ্গলবার ৪ এপ্রিল, দুপুর ২ টায় ময়মনসিংহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সমন্বয় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবিদা সুলতানা,অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি), ময়মনসিংহ ; সালমা আক্তার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , ময়মনসিংহ অঞ্চল ; আ্যাড আবুল কাশেম, সভাপতি ক্যাব, জনাব মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রেসক্লাব, ময়মনসিংহ; এছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর প্রতিনিধিবৃন্দ ও অংশীজনরা এতে অংশগ্রহণ করেন।
বিভাগস্থ বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে সভা-সেমিনার এর মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা যথাযথভাবে সংশ্লিষ্ট সকলের মাঝে প্রচার-প্রচারণার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও প্রিমিসেস লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য শর্তসমূহ যাচাই-বাছাই; খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান, পোড়া তেল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ না ব্যবহার, ফুটপাতের খাদ্য নিরাপদ করতে প্রয়োজনীয় পরিদর্শন; খাদ্য স্থাপনায় গ্রেডিং প্রদান, খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এর মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক প্রচারণা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভা সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন।
নিরাপদ খাদ্য বিষয়ক প্রেজেন্টেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব ও নিরাপদ খাদ্য অফিসার মির্জা শাহরান হোসাইন।