বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অভিযানে ১৫,০০০ পিস ইয়াবা ও দেড় কেজি হেরোইন জব্দ

Uncategorized আইন ও আদালত


চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রহনপুর ব্যাটালিয়নের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.৫ কেজি হেরোইন জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক গতরাতে নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশ প্রবেশ করতে পারে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় উক্ত ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন নলডুবি বাজার সংলগ্ন পাগলা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উল্লেখিত জায়গা থেকে মালিকবিহীন অবস্থায় ১৫০০০ পিস ইয়াবা এবং ১.৫ কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *